SportsDecember 11, 2025 • by Md. Tarek4 min read

পিকলবল কী আর কিভাবে খেলবেন - Pickleball Rules Bangla তে স্টেপ বাই স্টেপ

পিকলবল কী আর কিভাবে খেলবেন - Pickleball Rules Bangla তে স্টেপ বাই স্টেপ


পিকলবল কী, খুব ছোট করে


ভাবুন, ব্যাডমিন্টন কোর্টের সাইজের মতো কোর্ট, টেনিসের মতো নেট, হাতে একটু মোটা প্যাডেল আর প্লাস্টিকের হালকা একটা বল। এই মিশ্রণটাই পিকলবল।


গতি আছে, মজা আছে, আবার খুব বেশি কষ্টও না। অফিস শেষে, উইকএন্ডে, ফ্রেন্ড বা পরিবার নিয়ে সবাই একসাথে খেলতে পারে।


আমাদের Pickleball Bangladesh কোর্ট ঠিক এমনই এক জায়গা, চট্টগ্রামের জুবলী রোডের Haque Tower এর রুফটপে সাজানো সুন্দর কোর্ট, ফুড এন্ড জুস করনার, চেঞ্জিং রুম, পরিস্কার ওয়াশরুম ব্যবস্থা সবই তৈরি।


একদম নতুন হলেও ভয় নেই, এই কয়েকটি নিয়মই যথেষ্ট শুরু করার জন্য।


প্রথম ধাপ: কিছু শব্দ আগে পরিষ্কার করি


অনেকেই volley, bounce, rally শব্দগুলো শুনে একটু কনফিউজড হয়। আগে এগুলো পরিষ্কার করি, তারপর নিয়মে যাই।


সার্ভ

যে শট দিয়ে প্রতিটি পয়েন্ট শুরু হয়, সেটাই সার্ভ।


বাউন্স

বল মাটিতে একবার লাফিয়ে আবার উপরে উঠলে সেটাকে বলে বাউন্স।


ভলি

যখন বল মাটিতে পড়ার আগেই, সরাসরি বাতাস থেকে প্যাডেল দিয়ে মারেন, সেটাই ভলি।


র‍্যালি

সার্ভ দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত দুই দল বল চালাচালি করে, পুরোটা অংশই এক র‍্যালি।


এই চারটা শব্দ বুঝে গেলে বাকি সব নিয়ম অনেক সহজ লাগবে।


অধ্যায় ১: প্রথম দিন কোর্টে নামার জন্য বেসিক নিয়ম




১) সার্ভ করার ভঙ্গি


পিকলবলে সার্ভ সবসময় আন্ডারহ্যান্ড হয়। মানে কোমরের নিচ থেকে প্যাডেল ঘুরিয়ে বল মারতে হবে।


বল সাধারণত হাতে ধরে সামান্য নিচে নামিয়ে তারপর প্যাডেল দিয়ে মারেন।


সার্ভ করার সময় পা লাইনের ওপর বা সামনে পড়লে ফল্ট ধরা হতে পারে, তাই একটু পেছনে থেকে সার্ভ করুন।


২) সার্ভ কোথায় যাবে


খেলা সবসময় ডান পাশের কোর্ট থেকে সার্ভ দিয়ে শুরু হয়।


সার্ভ সবসময় তির্যকভাবে যাবে, মানে আপনার ডান দিক থেকে প্রতিপক্ষের ডান দিকের স্কোয়ারের বিপরীত কোণে।


৩) টু বাউন্স রুল


এটি পিকলবলের সোনার নিয়ম, নতুনরা প্রথমে এটা না বুঝেই বেশি ভুল করে।


সার্ভ যাবে, রিসিভিং দল বল একবার বাউন্স করতে দেবে, তারপর রিটার্ন করবে।


এরপর সার্ভিং দলও তাদের কোর্টে বাউন্স হতে দেবে, তারপর বল মারবে।


এই দুইবার বাউন্স শেষ হওয়া পর্যন্ত কেউ ভলি মারতে পারবে না। দুই বাউন্সের পর থেকে চাইলে ভলি করবেন, চাইলে বাউন্স করিয়ে মারবেন।


৪) কিচেন বা নন ভলি জোন


নেটের সামনে দুই পাশে ৭ ফুট করে যে জায়গা, সেটার নাম নন ভলি জোন বা কিচেন।


এই জায়গায় দাঁড়িয়ে কখনও ভলি মারা যাবে না।


তবে বল আগে কিচেনে বাউন্স করলে, আপনি কিচেনে ঢুকে সেই বাউন্স হওয়া বল মারতে পারবেন, এতে সমস্যা নেই।


৫) কে পয়েন্ট পায়


পয়েন্ট সবসময় সার্ভিং দলই পায়।


সার্ভিং দল ভুল করলে পয়েন্ট প্রতিপক্ষ পায় না, শুধু সার্ভ তাদের কাছে চলে যায়।


৬) গেম কত পয়েন্টে হয়


সাধারণত গেম ১১ পয়েন্ট পর্যন্ত খেলা হয়।


যে দল আগে ১১ পয়েন্ট পাবে এবং অন্তত ২ পয়েন্ট এগিয়ে থাকবে, সেই দল জিতবে।

যেমন ১১-৯ বা ১২-১০ ঠিক আছে, কিন্তু ১১-১০ হলে আবার খেলতে হবে।


এই বেসিকগুলো জানলেই আপনি প্রথম দিনেই Pickleball Bangladesh কোর্টে নেমে আরামসে গেম খেলতে পারবেন।


অধ্যায় ২: ডাবলস খেলার নিয়ম – চারজন মিলে মজা



১) কোর্টে দাঁড়ানোর ধরন


প্রতিটি দলে ২ জন খেলোয়াড়।


সার্ভ সবসময় ডান পাশের প্লেয়ার শুরু করে।


২) স্কোর বলার স্টাইল


ডাবলসে স্কোর সাধারণত তিনটি সংখ্যায় বলা হয়:


আমাদের পয়েন্ট – প্রতিপক্ষের পয়েন্ট – আমরা দলের কত নম্বর সার্ভার (১ না ২)


যেমন: ৫ – ৩ – ১

মানে আমাদের ৫, ওদের ৩, আর আমাদের দলে প্রথম সার্ভার এখন সার্ভ দিচ্ছে।


৩) সার্ভ ঘোরাঘুরির নিয়ম


আপনারা সার্ভিং দলে থাকলে প্রথমে একজন সার্ভ করবে।


সে ভুল করলে আপনার পার্টনার সার্ভ নেবে।


আপনার দলের দুইজনই সার্ভ শেষ করে ভুল করলে সার্ভ চলে যাবে প্রতিপক্ষের দলে।


শুরুতে শুধু মনে রাখুন:

ডান দিক থেকে সার্ভ শুরু, পয়েন্ট পেলে পাশ বদলাবেন, আর ভুল করলে পার্টনার সার্ভ নেবে, তারপর সার্ভ প্রতিপক্ষের কাছে।


অধ্যায় ৩: মাঝারি স্তরের নিয়ম – যখন খেলা একটু সিরিয়াস হয়


খেলা দুই তিনদিন খেললেই বুঝবেন কিছু জায়গায় কনফিউশন হয়। সেগুলো এখানেই পরিষ্কার করি।


১) ফল্ট কী কী


নিচের যে কোনো একটা হলেই ফল্ট হতে পারে:


বল বাউন্ডারির বাইরে পড়া


বল নেটে লেগে পেরোতে না পারা


কিচেনে দাঁড়িয়ে ভলি মারা


ভুল জায়গায় সার্ভ পাঠানো


ভুল স্কোর বলা বা ভুল পজিশন থেকে সার্ভ করা


২) কিচেনে পা পড়ার ঝামেলা


ভলি করার সময় যদি আপনার শরীরের গতি আপনাকে কিচেনে টেনে নিয়ে যায়, সেটাও ফল্ট।


তাই কিচেন লাইনের একটু পেছনে দাঁড়িয়ে ভলি করলে ব্যালান্স থাকে এবং ভুল কম হয়।


৩) ভলি করার সময় দূরত্ব


অনেকে নেটের একদম সামনে চলে আসে, এতে কিচেনে ঢুকে পড়ার ঝুঁকি থাকে।


কিচেন লাইনের ঠিক পেছনে থেকে ভলি করতে শিখলে ধীরে ধীরে রিদম চলে আসবে।


৪) পয়েন্ট হারালেই গেম শেষ না


অনেক নতুন খেলোয়াড় পয়েন্ট হারালেই হতাশ হয়ে যায়।


কিন্তু মনে রাখুন, পিকলবলে অনেক গেমই মাঝখানের কয়েকটা স্মার্ট র‍্যালি দিয়েই ঘুরে যায়।


অধ্যায় ৪: অগ্রসর স্তরের নিয়ম – সবসময় না লাগলেও জানা থাকলে আপনি স্মার্ট


১) লাইন কল


বল যদি লাইনের ওপর বা লাইনের গায়ে লাগে, সাধারণ নিয়ম অনুযায়ী সেটা ইন ধরা হয়।


সন্দেহ হলে যে দিকের কোর্টে বল পড়েছে, তাদের সিদ্ধান্তকে সাধারণত সম্মান করা হয়।


২) ডেড বল বা লেট বল


যদি হঠাৎ অন্য বল কোর্টে ঢুকে পড়ে, কেউ অদ্ভুতভাবে হোঁচট খায়, বা খেলা স্বাভাবিকভাবে চালানো সম্ভব না হয়, তখন র‍্যালি থামিয়ে আবার রিপ্লে করা যায়।


৩) হিন্দার রুল


আপনি শট মারার সময় কেউ যদি অপ্রয়োজনে আপনাকে ডিস্টার্ব করে, আপনার খেলায় বাধা পড়ে, সেটাকে হিন্দার ধরা যেতে পারে এবং পয়েন্ট রিপ্লে হতে পারে।


৪) সার্ভে অস্বাভাবিক স্পিন


হাতে আলাদা করে অত্যধিক স্পিন তৈরি করে অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করলে অনেক জায়গায় সেটাকে সীমাবদ্ধ করা হয়।


মূল কথা, সার্ভ এমন হওয়া উচিত যাতে প্রতিপক্ষের রিটার্ন করার সুযোগ থাকে।


অধ্যায় ৫: যেসব নিয়ম বেশি ভুল বোঝা হয় বা ছোটখাটো কনট্রোভার্সি তৈরি করে


১) কিচেনে দাঁড়ানো যাবে কি


হ্যাঁ, কিচেনে দাঁড়াতে সমস্যা নেই।


সমস্যা শুধু একটাই: কিচেনে দাঁড়িয়ে ভলি মারা যাবে না।


বল আগে কিচেনে বাউন্স করলে আপনি কিচেনে ঢুকে সহজেই সেই বল মারতে পারবেন।


২) লাইনের ওপর বল পড়লে ইন না আউট


অনেকেই ধরে নেয় লাইনের গায়ে লাগলে আউট।


আসলে লাইনের ওপর বা লাইনের গায়ে লাগা মানে ইন।


৩) বল শরীরে লাগলে কী হয়


খেলার সময় বল যদি আপনার শরীর, জামা বা প্যান্টে লাগে, আর বল তখনও খেলায় থাকে, তাহলে সাধারণভাবে সেটা ফল্ট।


শুধু নেট স্পর্শ করে ডেড হয়ে যাওয়ার পর লাগলে আলাদা বিষয়।


৪) বড় খেলোয়াড়দের দেখে ভুল শেখা


ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় বড় প্লেয়ারদের দেখে অনেক সময় মনে হয় তারা নিয়ম ভেঙে খেলছে।


আসলে তারা নিয়মের ভেতর থেকেই স্ট্র্যাটেজি ব্যবহার করছে, যা দেখতে শুধু একটু ভিন্ন লাগে।


বাংলাদেশে পিকলবলের ঘর – Pickleball Bangladesh


পিকলবল শেখা আসলে অনেকটা গল্পের মতো। প্রথম দিন একটু অচেনা, দুই তিন দিন পর চরিত্রগুলো চেনা লাগে, আর কিছুদিন পর দেখবেন কোর্ট, নেট, প্যাডেল সবই আপনার পরিচিত জায়গা হয়ে গেছে।


Chittagong Location-


Pickleball Bangladesh

রুফটপ, Haque Tower

Opposite Tower Inn Hotel, Jubilee Road, Chattogram


বুকিং ও তথ্যের জন্য

ফোন: 01886446610, 01805004753


প্রথম দিন আসার জন্য আপনার যা লাগবে


হালকা আরামদায়ক পোশাক


স্পোর্টস জুতো


ইচ্ছা করলে বন্ধুকে সঙ্গে আনতে পারেন, প্যাডেল আর বল আমরা দিয়েই থাকি


কোর্টে আসুন, এই নিয়মগুলো মাথায় রাখুন, আর প্রথম সার্ভটাই হোক আপনার নতুন এক স্পোর্ট লাইফস্টাইলের শুরু।


← Back to Blog